গান : ফাগুনের নদী

কথা : নুরুজ্জামান শাহ

সুর : এস.বি. হাবিব

শিল্পী : শাফী, শাফিন, মুজাহিদ, সাওয়া ইয়াফী ও ইশরাক সোহাইল

স্টুডিও- ধানশালিক সাউন্ড

ডিজাইন- মোহাম্মদ মুবিন

ক্যামেরা : সি এম মামুন

সম্পাদনা : শামছুল আলম বকুল

গ্রাফিক্স : হোসেন সারওয়ার

আইটি : এম সি মামুন

পরিচালনা সহকারী : এ কে জিলানী

পরিচালনা : শেখ নজরুল

এক্সিকিউটিভ প্রোডিউসার : আব্দুল্লাহ আল নোমান

প্রধান নির্বাহী : মাহবুব মুকুল

________________________________________

লিরিক্স:

"""""""""""""""""''''''""""""""""""""""""""""""

ফাগুনের নদী || নূরুজ্জামান শাহ্

ফাগুনের নদী হয়েছিলো লাল

বুকের গহীন তলে

আমার প্রাণের এ বর্ণমালা

ধুয়েছি রক্তজলে।।

মায়ের ভাষাকে এতো ভালোবেসে

ক'জনে দিয়েছে প্রাণ

কোন সে জাতির অক্ষরে আছে

রক্তজবার ঘ্রাণ!

পলাশের ডাল রাঙা হয়ে যেন

সে কথা এখনো বলে।।

সালাম রফিক প্রাণের কড়িতে

রেখেছে ভাষার মান,

আমাদের দায় নয় শুধু গাওয়া

ভাই হারানোর গান!

বাংলাভাষার চাষ হবে বুকে

ফুটবে স্বরে-অ ফুল

আমি হবো সেই চেতনা নদীর

ঢেউ তোলা দুইকূল!

শিমুলের ডাল রাঙা হয়ে যেন

সে কথা এখনো বলে।।