গান: একুশের সাম্পান

কথা: নূরুজ্জামান শাহ্

সুর: আব্দুস শাকুর তুহিন

শিল্পী: জাইমা নূর

কম্পোজ: জুলকারনাইন

স্টুডিও: ইনোভেশন

সম্পাদনা: শামছুল আলম বকুল

গ্রাফিক্স: আদনান & সারওয়ার হোসেন

পরিচালনা : শেখ নজরুল

প্রধান নির্বাহী: মাহবুব মুকুল

******** লিরিক্স ********

ভেসে এলো ফের হৃদয়ের কূলে

একুশের সাম্পান

সালামেরা গায় মন ভাঙ্গা সুরে

ফেব্রুয়ারির গান।।

আজো এ ফাগুনে হৃদয় আগুনে

ফুটেছে পলাশ ওই

শিমুলের মালা গেঁথে বসে আছি

বরকতেরা কই?

শোনা যায় দূরে শফিকের গলা

চলো হই আগুয়ান।।

আট ফাগুনের দিন..

বর্ণমালার প্রতি অক্ষরে

জমে আছে কতো ঋণ!

ভুলিনি কখনো ভুলবো না কেউ

ওরা চেতনার ফুল

জীবনের দামে কেনা যায় ভাষা

কোথায় এমন তুল?

ইতিহাস বলে এই অ আ ক খ

রফিকের অবদান।।