গান : রাষ্ট্র ভাষা বাংলা চাই
কথা- বিলাল হোসাইন নূরী
সুর- রা’দ ইজামা
শিল্পী- কাউসার সোহাইল, সাইফুল ইসলাম,
ইয়াসিন আরাফাত, হাসান আল বান্না ও রা’দ ইজামা
রেকর্ডিং : টু-আই টিউন
সাউন্ড ডিজাইন : মাহফুজ মামুন
ক্যামেরা : সি এম মামুন
সম্পাদনা : শামছুল আলম বকুল
গ্রাফিক্স : হোসেন সারওয়ার
আইটি : এম সি মামুন
পরিচালনা সহকারী : এ কে জিলানী
পরিচালনা : শেখ নজরুল
এক্সিকিউটিভ প্রোডিউসার : আব্দুল্লাহ আল নোমান
প্রধান নির্বাহী : মাহবুব মুকুল
________________________________________
লিরিক্স:
"""""""""""""""""''''''""""""""""""""""""""""""
রাষ্ট্রভাষা বাংলা চাই
বিলাল হোসাইন নূরী
বাংলা আমার মায়ের ভাষা,
ভাষা আমার প্রাণ..
বুক জুড়ে তার ফাগুনরাঙা.
আম-মুকুলের ঘ্রাণ !
ভাষার ভেতর আশার নদী, নদীর ভেতর ঢেউ
ভাষা ছাড়া কেউ বাঁচে না, কেউ বাঁচে না, কেউ !
ভাষায় আঘাত আসল বলেই উঠল তুমুল ঝড়
সালাম-রফিক বারুদ সুরে তুলল দ্রোহের বান
‘রাষ্ট্রভাষা বাংলা চাই! রাষ্ট্রভাষা বাংলা চাই !
ঝাঁঝরা বুকের রক্তে তখন পথ হলো যে লাল-
যেমন করে লাল হয়ে রয় শিমুল ফুলের ডাল !
বাংলা আজও বয়ে বেড়ায় ভীষণ দুখের ভার
বাংলাদেশের সবখানে হায় ঠাঁই হলো না তার!
ভিনভাষাতেই পড়ালেখা, ভিনভাষাতেই রায়,
নতুন করে তাইতো আবার গাইছি ভাষার গান
‘রাষ্ট্রভাষা বাংলা চাই! রাষ্ট্রভাষা বাংলা চাই !
মাল্লা মাঝির কন্ঠ বিধুর
ভাটিয়ালি ভাওয়াইয়া সুর
.............
মেঘনা নদীর জোয়ার ভাঁটায়