অসাধারণ একটি গান

গান: আমার অনেক ঋণ আছে

গীতিকার : কবি শামসুর রাহমান

সুরকার : খন্দকার নূরুল আলম

কভার শিল্পী : জাইমা নূর

শিল্পী : রুনা লায়লা

সম্পাদনা: শামছুল আলম বকুল

সাউন্ড ডিজাইন: জুলকার নাইন

রেকর্ডঃ ইনোভেশন স্টুডিও

******** লিরিক্স ********

স্মৃতি ঝলমল সুনীল মাঠের কাছে

পানি টলটল মেঘনা নদীর কাছে

আমার অনেক ঋণ আছে

বকের ডানায় ছাওয়া চরের কাছে

চাঁদ জাগা বাঁশ বাগানের কাছে

আমার অনেক ঋণ আছে

যখন হাওয়ায় উড়ে কালো হলদে পাখি

আমি কেবল মুগ্ধ হয়ে চেয়ে থাকি

উড়ন্ত ঐ পাখির মালার কাছে

আমার অনেক ঋণ আছ

প্রতিদিন পূব দিগন্তে লাল সূর্য উঠে হাসি ঝরিয়ে

কাজল দীঘির শান্ত বুকে পদ্ম ফোটে শোভা ছড়িয়ে

পথই আমার প্রানের ভাষা ব্যাকুল ডাকে

সূর্যোদয়ে শহীদের খুন জড়িয়ে থাকে

পথদের কাছে সূর্যোদয়ের কাছে

স্বপ্ন ছাওয়া একটি পথের কাছে

আমার অনেক ঋণ আছে