গান: রুপের বাহার
গীতিকার - সালাহ্ উদ্দিন সিদ্দিক
সুরকার - এস এম মঈন
শিল্পী - সারামনি
আইটি: এম সি মামুন
সম্পাদনা: শামছুল আলম বকুল
পরিচালনা : শেখ নজরুল
প্রধান নির্বাহী : মাহবুব মুকুল
________________________________________
******** লিরিক্স ********
আমার দেশের রূপের বাহার
দেখবে কে আয় সই
সবুজ শ্যামল রূপ যে তাহার
করছে গো থইথই।।
গাছে গাছে রূপবতীর
দোলে এলো কেশ
মাঠে মাঠে সোনার খনি
সোনা ফলন দেশ।।
অবাক চোখে দেখে তারে
মুগ্ধ হয়ে রই।।
আঁকা বাঁকা মেঠো পথে
সবুজ গালিচা
ফুলে ফলে ভরা আহা
হাজার বাগিচা।।
হাঁটলে জুড়ায় নয়নতারা
স্বপ্নে মগ্ন হই।।
খাল বিল নদীনালা
ছুটে এঁকেবেঁকে
সাগর প্রেমের সাচ্চা দৃশ্য
পাহাড় পর্বত দেখে।।
জগৎ ঘুরে এমনো দেশ
পাবে বলো কই?