গান: উড়ছে বাংলাদেশ
কথা: জাকির আবু জাফর
সুর: আল মিযান
শিল্পী: মাহির, সামিন, শাফী, শাফিন ও মুজাহিদ
কম্পোজ : আমীর হামযা
স্টুডিও: ইনোভেশন
সিনেমাটোগ্রাফি: সি এম মামুন
সম্পাদনা: শামছুল আলম বকুল
থাম্বনেইল ও আইটি: এম সি মামুন
গ্রাফিক্স: সারওয়ার হোসেন
পরিচালনা : শেখ নজরুল
প্রধান নির্বাহী : মাহবুব মুকুল
________________________________________
******** লিরিক্স ********
সূর্য থেকে ঝরছে দেখো বিজয় দিনের রেষ
লাল সবুজের ওই পতাকায় উড়ছে বাংলাদেশ।।
বুকের ভেতর বর্ণময়ী বাংলাদেশের নাম
হাজার নদীর স্রোতের ধারা ছুটছে অবিরাম
ঢেউয়ের চূড়ায় উপচে ওঠে বিজয় সমাবেশ।।
ঝিম সবুজের বাঁকে বাঁকে একাত্তরের শ্বাস
এক বিজয়ের গল্প লেখা একটি ইতিহাস
বটের ঝুরি ছড়িয়ে রাখে বিজয় মাখা কেশ।।
তোমরা যারা বিজয় পেয়ে খুশিতে আটখানা
ভোরের বুকে দেখো রাঙা স্বপ্ন টানাটানা
রাতের শেষে সকাল ছড়ায় বিজয় পরিবেশ।।