গান: কুরবানি দাও
কথা: জাকির আবু জাফর
সুর: আল মিযান
শিল্পী: জাহিন ইকবাল, আব্দুল্লাহ নাযিল,
মাহির মাহমুদ, জারিফ, সামিন
রাইয়ান, শাফিন
স্টুডিও: ইনোভেশন
ক্যামেরা: সি এম মামুন, নাজমুল হক লালু
সম্পাদনা: শামছুল আলম বকুল
অভিনয়: মনির ,সারোয়ার
পরিচালনা : শেখ নজরুল
প্রধান নির্বাহী : মাহবুব মুকুল
________________________________________
******** লিরিক্স ********
কোরবানি দাও তুমি কোরবানি দাও
চিরসুখ জান্নাত চেয়ে চেয়ে নাও
আরও চাও তাঁর ক্ষমা তাঁর মহা দান
ত্যাগের মহিমা নিয়ে দাও কোরবান।।
শোনো শোনো বিশ্বাসী শোনো দিয়ে মন
রক্ত মাংশ আল্লার নেই প্রয়োজন
খালেস নিয়তটুকু তিনি শুধু চান।।
আল্লার রাহে যারা কোরবানি দেন
আল্লাহ তাদের খুব প্রিয় করে নেন
তাদেরকে দেন তিনি সত্য বিধান।।
মানুষ জানে না তারা কত দীন হীন
আল্লার ভালোবাসা তুলনাবিহীন
করুণার আধার তিনি, তিনি রহমান