গান : প্রশংসা
কথা : শেখ নজরুল
সুর : আব্দুস সাকুর তুহিন
শিল্পী : সারামনি
স্টুডিও : ইনোভেশন
কম্পোজ : জুলকার নাইন
ক্যামেরা : সি এম মামুন
সম্পাদনা : শামছুল আলম বকুল
পরিচালনা সহকারী : এ কে জিলানী
এক্সিকিউটিভ প্রোডিউসার : আব্দুল্লাহ আল নোমান
পরিচালনা সহকারী : এ কে জিলানী
পরিচালনা : শেখ নজরুল
প্রধান নির্বাহী : মাহবুব মুকুল
________________________________________
******** লিরিক্স ********
হামদ
আল্লাহ... আ..আ.
আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ
আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ
প্রশংসা সবি আল্লাহ তোমায়
তেলাওয়াতে বলি আল্লাহু আহাদ
সিজদায় লুটে পরি তোমার তরে
লা শরীক আল্লাহ
আল্লাহু সমাদ..ঐ
আ..আ..
আকাশটা ভেসে আছে কার ইশারায়
সূর্যটা আবিরাম আলো দিয়ে যায়
আধারটা নেমে আসে রাত্রি বেলায়
কার হুকুমে চাঁদ আলো খুঁজে পায়
সৃজন করেছো তুমি সকল কিছু
নেই তো কারো কোন হাত ..ঐ
আল্লাহু আহাদ আল্লাহু সমাদ
জমিনটা গেঁথে গেছে কার মমতায়
নদীর পানির ঢেউ সুদুরে ছড়ায়
বাতাসটা বয়ে চলে সবুজ পাতায়
শস্য ফসল দিয়ে বিশ্বটা জুড়ায়
সাজিয়েছ তুমি সকল কিছু
তাই জপি তোমার সিফাত..ঐ
আল্লাহু আহাদ আল্লাহু সমাদ