গানটি পূর্বে ধারণকৃত

গান : কে ভরালো রাতের আকাশ

কথা : গাজী খাইরুল ইসলাম

সুর : জি এম কিবরিয়া আরশাদ

শিল্পী : জাইমা নূর

কম্পোজ : জুলকার নাইন

স্টুডিও : ইনোভেশন

সিনেমাটোগ্রাফি : সি এম মামুন

আইটি : এম সি মামুন

সম্পাদনা : শামছুল আলম বকুল

গ্রাফিক্স : সারওয়ার হোসেন

পরিচালনা : শেখ নজরুল

প্রধান নির্বাহী : মাহবুব মুকুল

________________________________________

******** লিরিক্স ********

কে ভরালো রাতের আকাশ

লক্ষ তারায় তারায়

কে ভাসালো দিনের আকাশ

সাদা মেঘের ভেলায়।

যার তুলনা কেউ হবেনা

জমিন ও সাত আসমান

তিনি আল্লাহ সুমহান-

এক আল্লাহ সুমহান।।

::

কে সাজালো এই পৃথিবী

সবুজ ফুলো বনে

কে গড়ালো মাটির মানুষ

পরমও যতনে।

যার ক্ষমতা নয় ক্ষীয়মাণ

সততো বিরাজমান

তিনি আল্লাহ সুমহান -

এক আল্লাহ সুমহান।।

::

কে তোলে রে সাগর জলে

ঢেউ যে রাশিরাশি

কে ঝরায় ও চাঁদের মাঝে

সোনা ঝরা হাসি।

যার গুণগান গায় অফুরান

সৃষ্টি সারা জাহান

তিনি আল্লাহ সুমহান -

এক আল্লাহ সুমহান।।