জনপ্রিয় শিশুশিল্পী আহনাফ আদিল শাফীর কন্ঠে জনপ্রিয় হামদ

🎵গান : আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু

✍🔹কথা ও সুর : সিরাজুল ইসলাম

🔸কভার : আহনাফ আদিল শাফী

সাউন্ড ডিজাইন : আমির হামজা

অডিও রেকর্ড : ইনোভেশন ষ্টুডিও

সম্পাদনা : শামছুল আলম বকুল

গ্রাফিক্স : হোসেন সারওয়ার

পরিচালনা সহকারী : এ কে জিলানী

পরিচালনা : শেখ নজরুল

এক্সিকিউটিভ প্রোডিউসার : আব্দুল্লাহ আল নোমান

প্রধান নির্বাহী : মাহবুব মুকুল

________________________________________

***** লিরিক্স *****

আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু

শেষ করাতো যায় না গেয়ে

তোমার গুনগান। (২)

তুমি কাদের গাফ্ফার

তুমি জলিল জাব্বার

অনন্ত অসীম তুমি

রহিম রহমান।

তুমি মাটির আদমকে

প্রথম সৃষ্টি করিয়া

ঘোষণা করিয়া দিলে

শ্রেষ্ঠ বলিয়া।

তাই নূরের ফেরেস্তা

করে আদমকে সেজদা। (২)

তুমি সবার চেয়ে দিলে

মাটির মানুষকে সন্মান।।

শিশু মুসা নবীরে

যখন দুশমনেরি ঢড়ে

সিন্দুকে ভরিয়া দিলে

ভাসাইয়া সাগরে।

প্রাণে ছিল যাহার ভয়

সেথা পেল সে আশ্রয়।

সেই দুষমনেরি হাতে

তাহার বাচাইলে প্রাণ।

যখন ইউনুছ নবীরে খাইল মাছেতে গিলিয়া

ফেরেশতা পাঠাইলে তখন এছমে আজম দিয়া ।।

দমে দমেতে হরদম পড়ে সে ইসমে আজম ।।

সেই মাছের উদর হতে সে যে পেলো পরিত্রান

আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু

শেষ করা তো যায়না গেয়ে তোমার গুনগান

তুমি কাদের গফফার

তুমি জলিল জব্বার

অনন্ত অসীম তুমি রহিম রহমান।।

আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু

শেষ করা তো যায়না গেয়ে

তোমার গুনগান ।।

আল্লাহু আল্লাহু ।