জনপ্রিয় শিশুশিল্পী নাজিয়া নাবার কন্ঠে হৃদয়স্পর্শী হামদে বারী তায়ালা

🎵গান : ওগো রব

🔸শিল্পী : নাজিয়া নাবা

🔹কথা ও সুর : নাসির উদ্দীন সাবিত

স্টুডিও : স্টুডিও এ্যালাইভ

সাউন্ড ডিজাইন : শহীদুল্লাহ্ হাদী

সিনেমাটোগ্রাফি : সিএম মামুন

সম্পাদনা : শামছুল আলম বকুল

গ্রাফিক্স : হোসেন সারওয়ার

পরিচালনা সহকারি : এ কে জিলানী

পরিচালনা : শেখ নজরুল

এক্সিকিউটিভ প্রোডিউসার : আব্দুল্লাহ আল নোমান

প্রধান নির্বাহী : মাহবুব মুকুল

________________________________________

***** লিরিক্স *****

ওগো রব তুমি পরম ভালোবেসে

কাছে টেনে নিও এই আমারে

দিয়েছ যতকিছু

ছুটেছি তাহার পিছু

স্মরণ করিনি তবু তোমারে।।

তোমার এই সুশোভিত বাগিচায়

ফুলে ফলে মাতে প্রাণ কত হায়

কত যে ফাগুন আসে

সুখের পায়রা হাসে

ধ্বনি তোলে জিকিরের আসরে।

সেরা মাখলুক করে দিলে সম্মান

বিবেকের আহাজারি

কি দিয়ে শোকর করি

কি দিয়ে মোছাই পাপ পাহাড় সমান।

জীবনের রংধনু যবে হায়

মিলিয়ে যাবে দূর নীলিমায়

শেষ বেলা চলে এলে

প্রদীপ নিভে গেলে

ক্ষমার চাদরে নিও জড়িয়ে।।