জাইমার কন্ঠে বিবেক জাগ্রত করার গান
Song: Kemon Manush Tumi
Lyrics: Zainal Abedin Pathan
Tune: Shekh Shadi Khan
Singer: Jaima Noor
Composer: Zulkar Nain
Studio: Inovation
CEO: Mahbub Mukul
_________________________________________________
কেমন মানুষ তুমি আবার
বেহেশতে যেতে চাও
ক্ষুধার্ত কে তাড়িয়ে তুমি
নিজেই শুধু খাও
কতোরকম খানা তুমি
প্রতিদিন খাও
প্রতিবেশী স্বজনদের
খবর কী নাও।
পায়ে তোমার দামি জুতা
ঘরে আছে দুই হালি
কারো জুতায় দেখো তালি
কারোর আবার পা ই খালি
আলনা ভর্তি কাপড় তোমার
আরো ভর্তি আলমিরা
কারো দিকে চেয়ে দেখো
গায়ের টাই তার ছেড়া
তোমার কিছু জুতা কাপড়
তাদেরকে বিলাও।
কতো স্বজন রোগ যন্ত্রণায়
কাঁদছে বারেবার
সামর্থ্য নেই এখন তাদের
কারো চিকিৎসার
সুস্থ আছো এখন তুমি
সামর্থ্য আছে
যাওনা তবু রোগীর সেবায়
তুমি তাদের কাছে
এতো পাষাণ স্বার্থপর
কেমনে হয়ে যাও।
কথা:- জয়নাল আবেদিন পাঠান