জনপ্রিয় শিশুশিল্পী সারামনির কন্ঠে রাসুলের সুন্নাহ মেসওয়াক করা নিয়ে গান

গান : মেসওয়াক

কথা : আতিফ আবু বকর

সুর : জি এম কিবরিয়া আরশাদ

শিল্পী : সারামনি

কম্পোজ : শহীদুল্লাহ্ হাদী

স্টুডিও : অ্যালাইভ স্টুডিও

সিনেমাটোগ্রাফি : সিএম মামুন

সম্পাদনা : শামছুল আলম বকুল

গ্রাফিক্স : হোসেন সারওয়ার

পরিচালনা সহকারি : এ কে জিলানী

পরিচালনা : শেখ নজরুল

এক্সিকিউটিভ প্রোডিউসার : আব্দুল্লাহ আল নোমান

প্রধান নির্বাহী : মাহবুব মুকুল

________________________________________

*************লিরিক***********

মেসওয়াক

আতিফ আবু বকর

মেসওয়াক করা সুন্নাহ

মেসওয়াক করো ভাই,

নিয়মিত মেসওয়াক করে

সুস্থ থাকা চাই।

প্রিয় নবীর প্রিয় আমল

মেসওয়াক করা বোন,

নিয়ম মেনে মেসওয়াক করা

খুবি প্রয়োজন।

দাঁত ও মুখের পবিত্রতায়

এর যে জুড়ি নাই।

মেসওয়াক করো দিনে রাতে

পাঁচ নামাজ আগে,

মেসওয়াক করলে মন মননে

সতেজতা জাগে।

মেসওয়াক করলে আল্লাহ খুশি

সুস্থ থাকে মুখ,

ঈবাদাতে সওয়াব বাড়ে

হয় না আর অসুখ।

পরিচ্ছন্নতার মাঝে আছে

ঈমানের রোশনাই।