শিল্পী রাইয়ান রহমানের কণ্ঠে জনপ্রিয় গান “বিপদে মুসিবতে সহায়তা কর তুমি“
🎵গান : বিপদে মুসিবতে সহায়তা কর তুমি
🔹কথা ও সুর : আবুল আলা মাসুম
🔸কাভার : শিল্পী রাইয়ান রহমান
সম্পাদনা : শামছুল আলম বকুল
গ্রাফিক্স : হোসেন সারওয়ার
পরিচালনা সহকারী : এ কে জিলানী
পরিচালনা : শেখ নজরুল
এক্সিকিউটিভ প্রোডিউসার : আব্দুল্লাহ আল নোমান
প্রধান নির্বাহী : মাহবুব মুকুল
________________________________________
***** লিরিক্স *****
বিপদে মুসিবতে সহায়তা কর তুমি
দুঃখ বেদনায় শান্তানাও তুমি
হরানোর ব্যাথা যদি
ঘিরে ধরে আমাকে। আল্লাহ-----
তুমি তখন এসে
গভীর ভালোবেসে, কমিয়ে দিও ব্যাথার পাল্রা।
একটি জীবনে মা-বাবা ভাই-েবোন
থাকে আরো কত প্রিয় আপনজন।
কাউকে হারানোর ব্যাথায় কাঁদি যদি - আল্লাহ
রহমও ধারায় ভিজে, স্মরণ করি তোমায়
জাল্লা শানুহু জাল্লা---।।
নিঃস্ব অসহায় মানুষ যারা
তোমার রহম ধারায়- পাগল তারা।।
জীবনের একদিকে আনন্দ খুশির গান
অন্য দিকে দুঃখ কান্না ব্যাথার তান।।
আনন্দঘন ক্ষনে ভুলে তোমাকে- আল্লাহ
ব্যাথার প্রদীপ জ্বেলে, তোমার নাম জপি
জাল্লা শানুহু জাল্লা।