(পূর্বে রেকর্ডকৃত প্যানভিশন টিভিতে গাওয়া জাইমা নূরের সর্বশেষ গান)
গান : মাটির পিঞ্জর
কথা : নূরুজ্জামান শাহ্
সুর : আল-মিযান
শিল্পী : জাইমা নূর
কম্পোজ : জুলকার নাইন
স্টুডিও : ইনোভেশন
সিনেমাটোগ্রাফি : সি এম মামুন
আইটি : এম সি মামুন
সম্পাদনা : শামছুল আলম বকুল
গ্রাফিক্স : সারওয়ার হোসেন
পরিচালনা : শেখ নজরুল
প্রধান নির্বাহী : মাহবুব মুকুল
________________________________________
******** লিরিক্স ********
মাটির ময়না রে..
তুই, উড়াল দিবি কই
ঘুরেফিরে মাটিই হবে
নতুন ঘরের ছই।।
মাটির দেহ মাটির পিঞ্জর
মাটির ডানা রে
মাটি ছেড়ে কোথায় যাবি
উড়তে মানা রে
সাড়ে তিন হাত মাটির ঘরেই
সবাই পড়ে রই।।
মাটি হয়ে মাটির মায়া
থাকে যদি বুকে
উড়াল দেয়ার সকল হিসাব
যাবে ঠিকই চুকে!
মাটির সাথে মাটিই হবি
ভাবতি যদি রে
খুঁজতি না আর গানের আকাশ
সুরের নদী রে
দুইদিনের এই খড়কুটো আর
মিছে এ হইচই।।