কাজী নজরুল ইসলামের “তালগাছ“ কবিতা আবৃত্তি
✍️কবি : কাজী নজরুল ইসলাম
🔸আবৃত্তি : সৈয়দ আল জাবের
ক্যামেরা : সজল ইসলাম
সম্পাদনা : শামছুল আলম বকুল
গ্রাফিক্স : হোসেন সারওয়ার
পরিচালনা সহকারী : এ কে জিলানী
পরিচালনা : শেখ নজরুল
এক্সিকিউটিভ প্রোডিউসার : আব্দুল্লাহ আল নোমান
প্রধান নির্বাহী : মাহবুব মুকুল
________________________________________
******** লিরিক্স ********
ঝাঁকড়া-চুলো তালগাছ তুই দাঁড়িয়ে কেন ভাই?
আমার মত পড়া কি তোর মুখস্থ হয় নাই?
আমার মত একপায়ে ভাই
দাঁড়িয়ে আছিস্ কান ধ’রে ঠায়,
একটুখানি ঘুমোয় না তোর পণ্ডিত মশাই॥
মাথায় তুলে পাত্তাড়ি তোর
কি ছাই বকিস্ বকর বকর,
আম্তা আম্তা করে নাম্তা পড়িস্ কি সদাই॥
তালগাছ তোর পাতা কোলে
বাবুই পাখির বাসা ঝোলে,
কোচড়-ভরা মুড়ি যেন, দেনা দুটি খাই॥
পাখিরা তোর মাথায় এসে
উড়ে এসে জুড়ে বসে,
ঠুকরে ওরা দেয় কি মাথায় পাতা নাড়িস্ তাই॥