তাসবিহা আয়ান তানহার কণ্ঠে জুলাই এর কবিতা আবৃত্তি
কবিতা : রক্তের এ মিছিল
কবি : নাঈম আল ইসলাম মাহিন
আবৃত্তি : তাসবিহা আয়ান তানহা
সম্পাদনা : শামছুল আলম বকুল
গ্রাফিক্স : হোসেন সারওয়ার
পরিচালনা সহকারী : এ কে জিলানী
পরিচালনা : শেখ নজরুল
এক্সিকিউটিভ প্রোডিউসার : আব্দুল্লাহ আল নোমান
প্রধান নির্বাহী : মাহবুব মুকুল
________________________________________
** লিরিক্স **
রক্তের এ মিছিল
নাঈম আল ইসলাম মাহিন
"""""""""""""""""""""""""""""""""""""
এক.
ফারহান ফাইয়াজ
চলে গেলে ভাই আজ
রেখে গেলে মুক্তির চিহ্ন !
পথ বড় পিচ্ছিল
রক্তে র এ মিছিল
থামবে না সফলতা ভিন্ন!!
দুই.
আহা কী মায়াবী
নিষ্পাপ এই মুখ
অগ্নিগিরির লাভা স্রোত দেখে
হয়েছিল উন্মুখ!
পরিবর্তন ঘটার আশায়
যারা ছিল উৎসুক
তাদের জন্য রক্তের দামে
কিনতে চেয়েছে সুখ ।
বুঝতে পারেনি এটা দেশ নয়
মগদের মুল্লুক
বোতামের ভাঁজে লুকিয়ে রেখেছে
গুলিতে ঝাঁঝরা বুক!
১৮ জুলাই, ২০২৪
মোহাম্মদপুর, ঢাকা