তাসবিহা আয়ান তানহার কণ্ঠে জুলাই এর কবিতা আবৃত্তি

কবিতা : কালো চ্যাপ্টার

কবি : নাঈম আল ইসলাম মাহিন

আবৃত্তি : তাসবিহা আয়ান তানহা

সম্পাদনা : শামছুল আলম বকুল

গ্রাফিক্স : হোসেন সারওয়ার

পরিচালনা সহকারী : এ কে জিলানী

পরিচালনা : শেখ নজরুল

এক্সিকিউটিভ প্রোডিউসার : আব্দুল্লাহ আল নোমান

প্রধান নির্বাহী : মাহবুব মুকুল

________________________________________

** লিরিক্স **

কালো চ্যাপ্টার

নাঈম আল ইসলাম মাহিন

"""""""""""""""""""""""""""""""""""""

বাবা বাবা ! দেখো দেখো !!

ঐ যে হেলিকাপ্টার !!!

বাবা তাকায়, খুকির মাথায়

দাগ শকুনের ঝাপটার!!

নিভে যাওয়া দৃষ্টি জুড়ে

ভীষণ অবাক ছাপ তার!!!

বলতে পারো দৈর্ঘ্য কত

বাবার অভিশাপটার ??

কেউ কি হিসেব রাখে চোখের

পানির পরিমাপটার ?

বাংলা থেকে হলো শেষে

ভ্যানিশ, কালো চ্যাপ্টার!??