শ্রমিক দিবসের গান
🎵গান : শ্রমজীবিদের অধিকার
🔹কথা : মল্লিক মাহমুদ
🔹সুর : আব্দুল্লাহ আল নোমান
🔸শিল্পী : আব্দুল্লাহ আল নোমান, এ কে জিলানী ও ইমাদুল ইসলাম
সম্পাদনা : শামছুল আলম বকুল
গ্রাফিক্স : হোসেন সারওয়ার
ক্যামেরা : সজল ইসলাম
পরিচালনা সহকারী : এ কে জিলানী
পরিচালনা : শেখ নজরুল
এক্সিকিউটিভ প্রোডিউসার : আব্দুল্লাহ আল নোমান
প্রধান নির্বাহী : মাহবুব মুকুল
**** লিরিক্স ****
শ্রমজীবীদের অধিকার শুধু
দিতে পারে ইসলাম,
এসো এসো সবে ইসলাম মেনে
পথ চলি অবিরাম।।
রাসূল বলেন, ❝শ্রমিকেরা হলো
তোমার আমার ভাই,
তাদের উপরে কষ্টের বোঝা
চাপিয়ে দিও না তাই।
শ্রমের মূল্য পরিশোধ করো
শুকানোর আগে ঘাম।।❞
পুঁজিবাদী পথ ধরে—
সুখ পরিবেশ আনতে কখনো
পারবে না ঘরে ঘরে!
ইসলাম মেনে মিলে মিশে যদি
শ্রমনীতি গড়ি আজ,
কুলি-মজুরের মুখের হাসিতে
কেটে যাবে কালো ভাঁজ।
জীবনের গানে মুখরিত হবে
শহর-নগর,গ্রাম।।