(পূর্বে ধারণ করা জাইমা নূরের নতুন মায়ের গান)

গান : মা শুধু একজন

কথা ও সুর : শেখ নজরুল

শিল্পী : জাইমা নূর

সাব-টাইটেল : আহসান হাবীব খান

কম্পোজ : মুসাদ্দিকুর রহমান

স্টুডিও : চন্দ্রালোক স্টুডিও

সিনেমাটোগ্রাফি : নাজমুল হক

সম্পাদনা : শামছুল আলম বকুল

গ্রাফিক্স : সারওয়ার হোসেন

পরিচালনা : শেখ নজরুল

প্রধান নির্বাহী : মাহবুব মুকুল

________________________________________

******** লিরিক্স ********

তুই বুঝলি নারে মন

তুই খুজলি নারে মন

তোর আপনের আপন

সে যে আনেক প্রিয় জন

মা শুধু একজন

মা কি আর হয় দু জন

গর্ভে ধারণ কইরা মায়ের কষ্টে কাটে দিন

বুকের ভেতর সুখের নদী ভাসে নিশিদিন

দেখে মায়ে দু চোখ বুজে

সোনার মানিক রতন

সন্তানেরি তৃষ্ঞা মেটায় মায়ের বুকের দুধে

মায়ে বারে বারে চুমু আঁকে সন্তানেরি মুখে

ময়লা ধুলো দূর করে মা

করে খুবই যতন

দুঃখ কষ্ট করে মায়ে সন্তানের সুখ খোজে

হাজার দুঃখ দিলে মায়ে সয় হাসি মুখে

বেহেশত মায়ের পায়ের নিচে

নেই কি তোমার স্মরণ