জনপ্রিয় শিশুশিল্পী মুজাহিদুল ইসলামের কন্ঠে নাতে রাসূল

গান : আরাফার ভাষণ

শিল্পী : মুজাহিদুল ইসলাম

কথা : আরাফ আরান

সুর : আব্দুল্লাহ আল নোমান

স্টুডিও: ইনোভেশন

সাউন্ড ডিজাইন: শাফকাত হৃদয় ও আমির হামজা

সিনেমাটোগ্রাফি : নাজমুল হক

সম্পাদনা : শামছুল আলম বকুল

গ্রাফিক্স : হোসেন সারওয়ার

পরিচালনা সহকারি : এ কে জিলানী

পরিচালনা : শেখ নজরুল

এক্সিকিউটিভ প্রোডিউসার : আব্দুল্লাহ আল নোমান

প্রধান নির্বাহী : মাহবুব মুকুল

________________________________________

******* লিরিক্স *******

আরাফার ভাষণ

মুগ্ধ ছড়ানো রাসূল তোমার

দারাজ কন্ঠস্বর

প্রতিটি হৃদয় পুলকিত হয়

আরাফার প্রান্তর।।

বজ্র কন্ঠে রহিত করেছো

সুদ ঘুষ আর খুন,

নারী পায় তার ন্যায় অধিকার

সম্মান বহুগুণ।।

মুসলিম যত সব ভাই ভাই

হয় যে পরস্পর।।

মূর্তিপূজা হারাম করেছো

দাসত্ব নয় আর,

ঘোষণা দিয়েছো দাসত্ব হবে

শুধু এক আল্লার।।

পৌঁছালে তুমি কালিমার বাণী

আরবের ঘরে ঘরে,

রেখে গিয়েছিলে কুরান হাদিস

বাঁচতে আঁকড়ে ধরে।

বিদায় ভাষণে কুফরীর ভীত

ভেঙে দিলে চিরতর।।