গান: আল কোরআনের বানী নিয়ে

কথা: আসাদ বিন হাফিজ

সুর: গোলাম মাওলা

শিল্পী: জাইমা নূর, তাসনিয়া, রাফা , নাবিহা ,সারা মনি, মুহান্নি

কম্পোজ : জুলকার নাইন

স্টুডিও: ইনোভেশন

সম্পাদনা: শামছুল আলম বকুল

পরিচালনা : শেখ নজরুল

প্রধান নির্বাহী : মাহবুব মুকুল

(বি: দ্র: ভিডিওটি ৩০ জুন'২০২২ এর পূর্বে ধারণকৃত)

________________________________________

******** লিরিক্স ********

আল কোরআনের বানী নিয়ে এলেন নবী দুনিয়ায়

সেই খুশীতে নামলো কি চাঁদ,

মা আমেনার বিছানায়।

হাসলো জমিন আকাশ বাতাস

ছুটলো প্রেমের অতুল সুবাস

হুরপরী ও পাখিরা কি বেহেশতী গান গায়।

শিশুর গায়ে চাঁদের জ্যোতি

নাকি হীরা পান্না মোতি

সেই শিশুটার গায়ে আহা ক্ষণে কি চমকায়।

আঁধার আঁধার চারিদিকে, আঁধার পাহাড় বনে

তারচে বেশী আঁধার আহা আরব লোকের মনে।

সেই আঁধারও হলো দূর

যেদিন হেরায় জ্বললো নূর

দূর হলো সব আঁধার আহা প্রেমের বারতায়।

কই গেল সে আলো আজ

নাই মানুষের শরম লাজ

মনের আঁধার দূর করি আয় কোরানের আয়নায়।