জনপ্রিয় শিশুশিল্পী মাহজুবা মুহান্নি ইজাফার কন্ঠে হৃদয় ছোঁয়া নাতে রাসূল
🎵গান : রাসূল তোমায় ভালবাসি
🔹কথা : বিলাল হোসাইন নূরী
🔹সুর : রা‘আদ ইজামা
🔸কন্ঠ : মাহজুবা মুহান্নি ইজাফা
স্টুডিও : ইনোভেশন
সাউন্ড ডিজাইন : আমির হামজা
সিনেমাটোগ্রাফি : নাজমুল হক লালু
সম্পাদনা : শামছুল আলম বকুল
গ্রাফিক্স : সাইফুল ফরহাদ
পরিচালনা সহকারি : এ কে জিলানী
পরিচালনা : শেখ নজরুল
এক্সিকিউটিভ প্রোডিউসার : আব্দুল্লাহ আল নোমান
প্রধান নির্বাহী : মাহবুব মুকুল
****** লিরিক্স ******
এ জীবন ভালো লাগে
কথা : বিলাল হোসাইন নূরী
সুর : রাআদ ইজামা।
শিল্পী : মুহান্নির জন্য সংরক্ষিত।
রাসূল তোমাকে ভালোবাসি বলে এ জীবন
ভালো লাগে—
শত হতাশার কাফন পেরিয়ে পোড়া বুকে
আলো জাগে।।
দেখিনি তোমার চাঁদরাঙা মুখ—
কী করে বুঝব বাঁধভাঙা সুখ!
মনকে বলেছি, শাফায়াত পেতে প্রেমদীপ
জ্বালো আগে।।
এক ইয়াতিমের ছোয়া পেয়ে এই পৃথিবীতে
প্রাণ এলো—
গোলাপ না চেনা মানুষগুলিও আবেগের
ঘ্রাণ পেলো।
এনেছো রঙিন ফুলঝরা দিন—
মুছেই দিয়েছো ভুল করা ঋণ!
তোমাকে জেনেই রাখিনি চরণ কুফরের
কালো দাগে।।