জনপ্রিয় শিল্পী মাহফুজ মামুনের কন্ঠে নাতে রাসূল

গান : যাকে ভালবাসলে মেলে

শিল্পী : মাহফুজ মামুন

কথা ও সুর : আব্দুল হাকিম

স্টুডিও: টুআই টিউন

সাউন্ড ডিজাইন: মাহফুজ মামুন

সম্পাদনা : শামছুল আলম বকুল

গ্রাফিক্স : হোসেন সারওয়ার

পরিচালনা সহকারি : এ কে জিলানী

পরিচালনা : শেখ নজরুল

এক্সিকিউটিভ প্রোডিউসার : আব্দুল্লাহ আল নোমান

প্রধান নির্বাহী : মাহবুব মুকুল

________________________________________

লিরিকঃ

যাকে ভালবাসলে মেলে

মহান প্রভুর ভালবাসা

যার সিরাত আঁকলে বুকে

থাকেনা কোন হতাশা

আল্লাহর হাবীব তিনি

আমার প্রিয় রাসুল মুহাম্মাদ

জমেছে অন্তরে

যতনে যার ত্বরে

ভালবাসা নিখাঁদ

অনুভবে নিলে

যাকে এই দিলে

পাই ঈমানের স্বাদ ||

উম্মাতের মুক্তির চিন্তায় যিনি

ছিলেন সদায় বিভোর

যাতনা সয়েছেন অবিরত

কেঁদেছেন প্রভুর দ্বারে অঝোর

তাঁর পরশে কত হলো সোনা

বিরোধিতায় কত হল বরবাদ ||

যার পুরো জীবনটা জুড়ে ছিল

কোরানের প্রতিফলন

চরিত্র মাধুর্যে যিনি ছিলেন

উত্তম আদর্শের অনুপম উদাহরণ

সম্মানে যার কেউ করলে আঘাত

গর্জে ওঠে মুমিনের প্রতিবাদ ||