কাওয়ালি গান: মুস্তফা মোহাম্মদ (সঃ)

কথা ও সুর : এস এম মঈনুল ইসলাম

শিল্পী : এস এম মঈনুল, শেখ আবদুল হাদি, আবু রায়হান, মাহফুজ মামুন, আবদুল্লাহ বিন ফায়েজ, পি এম মিজান, এ কে জিলানী, এম সি মামুন ও আবদুল্লাহ আল নোমান

স্টুডিও: ইনোভেশন

সাউন্ড ডিজাইন: আমির হামজা

সিনেমাটোগ্রাফি : মোঃ রফিক

সম্পাদনা : শামছুল আলম বকুল

গ্রাফিক্স : হোসেন সারওয়ার

পরিচালনা সহকারি : এ কে জিলানী

পরিচালনা : শেখ নজরুল

ভিডিও নির্দেশনা : আবদুল হাই সেলিম

এক্সিকিউটিভ প্রোডিউসার : আব্দুল্লাহ আল নোমান

প্রধান নির্বাহী : মাহবুব মুকুল

________________________________________

******* লিরিক্স *******

কুল কায়েনাতের শ্রেষ্ঠ রসুল রহমাতুল্লিল আলামিন

তোমারই শান বর্ণিব মোরা

তুমি যে তুলনা হীন।

তুমি যে হাবীব,বন্ধু সবার প্রিয় মুহাম্মদ

মুস্তফা,,,

মুস্তাফা,,

মুস্তাফা মুহাম্মদ ,,

#স্থায়ী---

আখেরাতে সাইয়্যেদুন নাস রহমতে আলম।।

ওগো প্রিয় হাবীব প্রিয় নবী ওগো প্রিয়তম।।

#অন্তরা---

সুগন্ধি মেখে - মুহাম্মদ

সবর রেখে - মুহাম্মদ

মিষ্টি-মধু প্রিয় যে তার- মুচকি হাসির আহম্মদ।।

আ---

সবার প্রিয় আল-আমীন সে খুলুকে আযিম।।

-----------

মুস্তাফা ---- মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।।

#অন্তরা----

বদরের প্রান্তে মুহাম্মদ

ওহুদের প্রান্তে মুহাম্মদহ

রক্ত দিলো তায়েফেতে -প্রাণের নাবী আহম্মদ।।

-----আ-------

তোমার জন্য উম্মাতকূল জানায় সালাম।