সীরাতুন্নবী (সা.) উপলক্ষে জনপ্রিয় শিল্পীর কণ্ঠে জনপ্রিয় নাশিদ

“তুমি আছো হৃদয়ের গভীরে”

শিল্পী : জাহিদুল ইসলাম

কথা ও সুর : তারেক মুনাওয়ার

পরিচালনা : শেখ নজরুল

এক্সিকিউটিভ প্রোডিউসার : আব্দুল্লাহ আল নোমান

প্রধান নির্বাহী : মাহবুব মুকুল

Lyrics:

তুমি আছো হৃদয়ের গভীরে

ভুলবো তোমায় বলো কি করে

দেখি নাই তোমারে কোনদিন

তবু আছো স্মরণে অমলিন

দেখি নাই তোমারে কোনদিন

কোনোদিন,,,,,,,।।

প্রেমেরই ভুবনে,

তোমারি বিরহ ব্যথায়

নিশীথের শেফালীরা ঝরে

তুমি আছো হৃদয়ের গভীরে

ভুলবো তোমায় বলো কি করে

তোমায় ভুলে যদি যায় গো কভু

সে হবে আমারই পরাজয়।।

আমার সকল আশার আলো

অবেলায় হারিয়ে যাবে হায়।।

যতবার তোমাকে খুজেছি

কোরআনের পথ ততো বুঝেছি।।

বুঝেছি,,,,,,,,,।।

নিজেকে চিনেছি

হে রাসুল নাবীজী তোমার

পাঠানো ঠিকানা পড়ে।

তুমি আছো হৃদয়ের গভীরে

ভুলবো তোমায় বলো কি করে।ঐ