গান : মজার পিঠা
কথা : সালাহ্ উদ্দিন সিদ্দিক
সুর : শফিক আদনান
শিল্পী : সারামনি, রাফা, সাইফা, মুহান্নি, নাবিহা, ইউসা, মুসফিরা, মারিয়া, জান্নাতি, তুবা, আরিশা ও শাফী
কম্পোজ : জুলকার নাইন
স্টুডিও : ইনোভেশন
সিনেমাটোগ্রাফি : সি এম মামুন
আইটি : এম সি মামুন
সম্পাদনা : শামছুল আলম বকুল
গ্রাফিক্স : সারওয়ার হোসেন
পরিচালনা : শেখ নজরুল
প্রধান নির্বাহী : মাহবুব মুকুল
________________________________________
******** লিরিক্স ********
মজার পিঠা
কথা-সালাহ্ উদ্দিন সিদ্দিক
সুর-শফিক আদনান
তোরা আয় আয় আয়
আয়েরে আমার বাড়ি
খেতে দেব মজার পিঠা
ভরা রসের হাঁড়ি।।
আয় আয় আয় তোরা
আয় আয় আয়
আয়েরে আমার বাড়ি
খেতে দেব মজার পিঠা
ভরা রসের হাঁড়ি।।
ইষ্টি কুটুম মিষ্টি কুটুম
আয়রে পিঠা খেতে
গরম গরম পিঠা খেতে
বসরে আসন পেতে।।
মায়ের হাতের পিঠাপুলি
খেতে মজা ভারী।।
চালের পিঠা তালের পিঠা
খাবে ভাপা পুলি
চিতই পাকান পাটিসাপটা
দুধ নারিকেল কুলি।।
খেজুর গুঁড়ের রসের পিঠা
খাবে আয়েশ করে
হরেক রকম পিঠা দেখে
মনটা যাবে ভরে।।
পিঠা খেতে আয় সকলে
না আসিলে আঁড়ি।।