জনপ্রিয় শিশু কণ্ঠশিল্পী জাইমা নূর ৩০ জুন ২০২২ সংগীত অঙ্গন থেকে বিদায় নিয়েছে । তার বিদায়ের পূর্বে আমরা বেশ কিছু গানের অডিও ভিডিও করে রেখেছিলাম। আমরা গান গুলি এডিট করে কিছুদিন পরপর আপলোড করছি। এই গানটিও পূর্বে ধারণকৃত। গানটির ব্যাকগ্রাউন্ডে ফ্রেমে যে ছবি গুলো দেখা যাচ্ছে সে গুলো আমরা এডিট করে বসিয়েছি। জাইমা নূরের সংগীত জীবনের স্মৃতিময় ছবি গুলো আমরা ব্যবহার করেছি। সম্মানিত দর্শক এ বিষয়ে শিল্পীকে আপনারা দয়া করে ভুল বুঝবেন না। গানটি দেখার আমন্ত্রণ রইলো।

গান: ক্ষমা করে দিও

কথা ও সুর: আবুল আলা মাসুম

শিল্পী: জাইমা নূর

কম্পোজ : মুসাদ্দিক

স্টুডিও: চন্দ্রালোক

পরিচালনা: শেখ নজরুল

সম্পাদনা: শামছুল আলম বকুল

প্রধান নির্বাহী : মাহবুব মুকুল

________________________________________

******** লিরিক্স ********

আমি যদি কোন ভুল করে করে থাকি

ক্ষমা করে দিও তুমি রব

আমার এ কাজ আমার এ গান

আমার এ সাংস্কৃতিক অভিযান

যা কিছু সব তোমার জন্যে

তুমিই ভালো জান রব।

ভুল কিছু হয়ে গেলে ক্ষমা করে দিও তুমি রব…

গিবতের ডালি ভরে বুহতান এ ভর করে

ভুল বুঝে ছুড়েছে যে কাটা

মালিক তোমার দ্বারে, আহত হৃদয় আর

দাঁড়িয়ে দেখ কান্নাটা

ছোট্ট আমার মন বোঝে নি এ আচরণ

মন থেকে মুছে দাও ক্ষত অনুভব।

হয়ত কখনো আর এ পথে হবে না দেখা

ভালবেসে দিলে যারা দোয়া

অবিচল রেখে দিও দোয়ার ঝর্ণাধারা

রবের ভালোবাসা ছোঁয়া।

ইফকের ঘটনায় মা আয়েশা তখন

কষ্ট পেয়েছিল কতটা

কিছুটা বুঝেছি আমি তোমার এ পথে নেমে

সহজ নয়ত সব ফুলেদের ফোটা

কবুল কর মালিক আমার এ শ্রম ঘাম

কবুল কর ফুল পাতা পল্লব।