গান : রোজা যাচ্ছে দেখো চলে
কথা : শেখ নজরুল
সুর : ইয়াছিন আরাফাত
শিল্পী : আহনাফ আদিল শাফী
কম্পোজ : মুসাদ্দেক
স্টুডিও : চন্দ্রালোক
সিনেমাটোগ্রাফি : সি এম মামুন
সম্পাদনা : শামছুল আলম বকুল
আইটি : এম সি মামুন
পরিচালনা সহকারী : এ কে জিলানী
পরিচালনা : শেখ নজরুল
এক্সিকিউটিভ প্রোডিউসার : আব্দুল্লাহ আল নোমান
প্রধান নির্বাহী : মাহবুব মুকুল
******** লিরিক্স ********
কথাঃ - শেখ নজরুল
সুর : ইয়াছিন আরাফাত
ইফতারি মা সাজিয়ে রাখে
মুয়াজ্জিনের কন্ঠ বাজে
দেশ জনতার হৃদয় জুড়ে
জান্নতেরী ঘ্রাণ জান্নাতেরী ঘ্রাণ
রোযা যাচ্ছে দেখো চলে
আমল করো দিবা রাতে
মনের দুয়ার খুলে প্রাণের খুলে।।
মধুর সুরে পড়বে কুরআন
ফজর আদায় করে
সাহরি খেয়ে ঘুম যাবেনা
আলসেমিটা করে
সত্য কথা বলবে তুমি
সকাল দুপুর সাঝে।।
এই মাসে তে রাখো রোযা
মুমিন মুসলমান
পরকালে নাজাত দিবেন
আল্লাহ মেহেরবান।।
খুশু খুযু সহকারে
তারাবি নামাজ পড়ে
দরুদ পড়ে ঘুমিয়ে যাবে
গুনাহ যাবে ঝরে
তাহাজ্জুদের নামাজ পড়ে
কাঁদবে দু'হাত তুলে।।