গান : বেসামাল

কথা : সাইফ আলি

সুর ও শিল্পী : এবিএম নোমান আজাদ

সহ শিল্পী : শফিক, সবুজ, রুবেল, নাজমুল ও মুবিন

অভিনয়ে : মাহবুব মুকুল ও এম সি মামুন

কম্পোজ : মোহাম্মদ মুবিন

স্টুডিও : ধাঁনশালিক

ফিল্ম ডিরেক্টর : সাদ আল আমিন

সম্পাদনা : শামছুল আলম বকুল

আইটি : এম সি মামুন

সার্বিক সহযোগিতা: শেখ নজরুল

প্রধান নির্বাহী : মাহবুব মুকুল

________________________________________

******** লিরিক্স ********

ভাই সালাম

ওয়ালাইকুম আস সালাম

ইট্টু আগে তোগের বাড়ির সামনে দিয়েই আলাম

তোর বাপের দেখে কোনোমতে জান নিয়ে পালালাম;

তা কালাম,

ভালোই তো দিন যাচ্ছে নাকি খবর টবর পালাম?

ঐতো চলছে মুটামুটি

রাত্রিবেলা ঘুটাঘুটি সকালে দুই রুটি

শুনলাম রুই কাতলা কস পুটি!?

এট্টা কথা কই শোন রাখিস গোপন

ভাই, ভালো নেই মন;

ভাই, ভালো নেই শরীরডা আগের মতোন;

যখন তখন কিছু হলি প্রয়োজন

সবাই তো আমারই করবে স্মরণ

আমি টাকা কনে পাই

এতো বাজার সদায়!

ধর যেটুকু কামাই

তাতে কোনোমতে টেনেটুনে কুড়ি দিন যায়।

কি বলিস ভাই

তোর মুখে তো এরম কথা আগে শুনিনাই!

কলি পারে শুনতি

এই বাজারে নাড়তি গেলি হাড়ি কড়াই খুন্তি

মানিব্যাগ ফাঁকা

এ টিরাকের চাকা!

লাগে কতো তেল

ঘুরায় যে সেই জানে সেই বোঝে খেল।

তালি আমার কথা কই

সকাল বিকাল সবাই খালি অংক শিখয়

আমি অংকে মারি ফেল

আমার বাপের হোটেলটাও লাগে পর পর;

'মণি এট্টা কিছু কর,

এট্টা কিছু কররে সুনা সংসারের হাল ধর।'

আম্মাজানে কয়।

আমার বেকার পরিচয়

য্যান চিরন্তন অক্ষয়!

সমস্যা কই আমার

সফলতার গল্প শুনে করতি গেলাম খামার

সেই খামারে লাল বাতি

বাপের সামনে দাঁড়াত গেলি শুকোয় বুকির ছাতি

ভাবছি দিবারাতই

কূলকিনারা পাচ্ছিনে ভাই পাচ্ছিনে মিলাতি;

আমার নিয়ে হতাশ নাকি এখন গুটা জাতি!

ঐতো আইছে পোলা ভালো

ভালো ঐ পাড়ার জালালও

এতো অল্প দিনি ক্যামনে হালা লাখ টাকা কামালো?

আরে লাখ না কোটিপতি

টাকার ঠেলায় এখন নাকি পারে না ঘুমতি!

বউয়ের নামে বাড়ি কিনছে কোটি টাকার গাড়ি...

শুনছি নাকি বউয়ের সাথে হচ্ছে ছাড়াছাড়ি

কি কস এত্তো তাড়াতাড়ি!

ওসব উপর তলার খবর করে লাভ কি নাড়ানাড়ি

আমার চায়ের দোকানদারি

করি যট্টুকুন যা পারি

অবসরে বসে বসে মশা-মাছি মারি!

তুইই আছির ভালো ভাই

সারাদিনির কাজ শেষে পাস বউরে বিছানায়,

আমরা শিক্ষার নামে ভিক্ষার থালা নামছি হাতে নিয়ে

পারলি ভাইভা বোর্ডে নলি গিলে সব খাতো চিবিয়ে,

ভাবছি ছাড়েই দেবো হাল

এই উথাল পাথাল ঢেউয়ে আমার নাওডা বেসামাল।

তোর খবর কি জামাল?

ধুরো মাথামুথা টাল

এক কোম্পানির চাকরি নিয়ে গেলাম বরিশাল

এই সুযোগে বউডা পাইছে লাখপতি এক মাল

অনলাইনে পিরিত করে অফলাইনে ফাল

কাগের জন্যি ঘর ছাড়ে ক গেলাম বরিশাল?

কি দিন পড়লো রে আজকাল

খারাপ খবর আসছে কানে সকাল বিকাল।

ইট্যুস খানি সুখের জন্যি

কাটতে যায়ে খাল

খালের সংগে কুমির ফিরি

পালাম চিরকাল!

বাংলা ছবির নায়ক হলি

ঠেলাগাড়ি ঠেলে

কপাল রাজের রাজত্ব সব উলটে দিতাম ফেলে।