‘সুরের আহবান-২০২৫’ সিজন-১ এর শিল্পী জান্নাতুল ইসলাম ইভার কণ্ঠে জনপ্রিয় গান ’দুনিয়া সুন্দর মানুষ সুন্দর‘
🎵গান : দুনিয়া সুন্দর মানুষ সুন্দর
✍🔹কথা ও সুর : ইলিয়াস শাহ
🔸কাভার : জান্নাতুল ইসলাম ইভা
সম্পাদনা : শামছুল আলম বকুল
গ্রাফিক্স : হোসেন সারওয়ার
পরিচালনা সহকারী : শেখ নজরুল ও এ কে জিলানী
পরিচালনা : আব্দুল্লাহিল কাফি
এক্সিকিউটিভ প্রোডিউসার : আব্দুল্লাহ আল নোমান
প্রধান নির্বাহী : মাহবুব মুকুল
________________________________________
দুনিয়া সুন্দর মানুষ সুন্দর
আসমান সুন্দর জমিন সুন্দর
সুন্দরে সুন্দরে পাল্লা
জানিনা কত সুন্দর তুমি আল্লাহ।।
ঝর্ণা ছুটে চলে একেবারে
পৃথিবীর পটে কত ছবি একে।
নদীরও কলতানে
সাগরের গর্জনে
ঢেউয়ে ঢেউয়ে
দেয় পাল্লা।।
বাগানে ফুটে ফুল
রাশি রাশি
রাতেরই তারা ভরা
চাঁদের হাসি।
গুন গুন গানে ডেকে
মৌমাছি মধু চাকে
ফুলে ফুলে করে হল্লা।।
দখিনা বাতাস গায়ে
পরশ বুলিয়ে
তার টানে পাল তুলে
নৌকা চলে।
তোমারই নামে মনে
ভাটিয়ালি সুরের তানে
দাড় টেনে যায় মাঝি মাল্লা।।
জানিনা কত সুন্দর তুমি আল্লাহ
জানিনা কত সুন্দর তুমি আল্লাহ।।
দুনিয়া সুন্দর মানুষ সুন্দর
আসমান সুন্দর জমিন সুন্দর
সুন্দরে সুন্দরে পাল্লা
জানিনা কত সুন্দর তুমি আল্লাহ
জানিনা কত সুন্দর তুমি আল্লাহ
জানিনা কত সুন্দর তুমি আল্লাহ।।