‘সুরের আহবান-২০২৫’ সিজন-১ এর শিল্পী উম্মুল খায়ের আরিবার কণ্ঠে জনপ্রিয় গান ’হে খোদা দয়াময় রহমান রহিম‘

🎵 গান : হে খোদা দয়াময় রহমান রহিম

🔹কথা ও সুর : গোলাম মোস্তফা

🔸শিল্পী : উম্মুল খায়ের আরিবা

সম্পাদনা : শামছুল আলম বকুল

গ্রাফিক্স : হোসেন সারওয়ার

পরিচালনা সহকারী : শেখ নজরুল ও এ কে জিলানী

পরিচালনা : আব্দুল্লাহিল কাফি

এক্সিকিউটিভ প্রোডিউসার : আব্দুল্লাহ আল নোমান

প্রধান নির্বাহী : মাহবুব মুকুল

****************** লিরিক্স *******************

হে খোদা দয়াময় রহমান রহিম

হে খোদা দয়াময় রহমান রহিম

হে বিরাট হে মহান হে অনন্ত অসীম

নিখিল ধরণীর তুমি অধিপতি

তুমি নিত্য ও সত্য পবিত্র অতি

চির অন্ধকারের তুমি ধ্রুব- জ্যোতি

তুমি সুন্দর মঙ্গল মহামহিম

তুমি মুক্ত স্বাধীন বাধা- বন্ধনহীন

তুমি এক তুমি অদ্বিতীয় চিরদিন

তুমি সৃজন- পালন- ধ্বংসকারী

তুমি অব্যয় অক্ষয় অনন্ত- আদিম

আমি গুনাহগার পথ অন্ধকার

জ্বালো নূরের আলো নয়নে আমার

আমি চাইনা বিচার হাশরের দিন

চাই করুনা তোমারি ওগো হাকিম