‘সুরের আহবান-২০২৫’ সিজন-১ এর শিল্পী মাহবুব হাসানের কণ্ঠে দারুণ গান
🎵গান : তুমি কত সুন্দর কী করে বোঝাই
✍️কথা : জাকির আবু জাফর
🔹সুর : লিটন হাফিজ চৌধুরী
🔸শিল্পী : মাহবুব হাসান
সম্পাদনা : শামছুল আলম বকুল
গ্রাফিক্স : হোসেন সারওয়ার
পরিচালনা সহকারী : শেখ নজরুল ও এ কে জিলানী
পরিচালনা : আব্দুল্লাহিল কাফি
এক্সিকিউটিভ প্রোডিউসার : আব্দুল্লাহ আল নোমান
প্রধান নির্বাহী : মাহবুব মুকুল
________________________________________
******* লিরিক্স *******
গান: তুমি কত সুন্দর কী করে বোঝাই
কথা: জাকির আবু জাফর
সুর: লিটন হাফিজ চৌধুরী
তুমি কত সুন্দর কী করে বোঝাই
কোন ভাষা পাই না খুঁজে
তোমার তুলনা তুমি নিজে ॥
বেকারার প্রজাপতি গোলাপের মুখে
কী করে দোলায় পাখা বুক ভরা সুখে
কোন সুখে এত সুখী বুঝে আসে না যে ॥
গভীর রজনী ভরা আকাশের তারা
কার প্রেমে জেগে জেগে হয় দিশেহারা
তোমার প্রেমের ভার আর সহে না যে ॥
সাজানো এ পৃথিবীতে এত মায়া লাগে
এত ভালোবাসাবাসি কেন মনে জাগে
আমার বিরহ ঝরে আঁখি ভিজে ভিজে ॥