‘সুরের আহবান-২০২৫’ সিজন-১ এর চ্যাম্পিয়ন আহনাফ আদিল শাফীর কণ্ঠে জনপ্রিয় গান ’বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে‘
🎵গান : বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে
✍কথা : শেখ নজরুল
🔹সুর : ওবায়দুল্লাহ তারেক
🔸কাভার : শিল্পী আহনাফ আদিল শাফী
সম্পাদনা : শামছুল আলম বকুল
গ্রাফিক্স : হোসেন সারওয়ার
পরিচালনা সহকারি : এ কে জিলানী
পরিচালনা : শেখ নজরুল
এক্সিকিউটিভ প্রোডিউসার : আব্দুল্লাহ আল নোমান
প্রধান নির্বাহী : মাহবুব মুকুলল
________________________________________
****** লিরিক্স ******
বাবা তুমি কেমন আছো,
ছোট্ট মাটির ঘরে
তোমার কথা হৃদয় মাঝে,
পড়ছে বারে বারে-১
বাবা গো ও ও ও বাবা
বাবা গো ও ও ও বাবা-১
কত আদর কত স্নেহ,
তোমার কাছে পেলাম
সব কিছু হারিয়ে আজকে
নিঃস্ব হয়ে গেলাম-১
ভালোবাসি তোমায় বাবা
বুকটা যে যায় ছিঁড়ে
তোমার কথা হৃদয় মাঝে
পড়ছে বারে বারে
বাবা গো ও ও ও বাবা
বাবা গো ও ও ও বাবা-১
তোমার মত আপন কেহ
পাই না তো আর খুঁজে
তাইতো আজই ঘুমের ঘোরে
আশ্রুতে যাই ভিজে-১
সুখে থেকো পরম সুখে,
জান্নাতের ভিতরে
তোমার কথা হৃদয় মাঝে
পড়ছে বারে বারে
বাবা গো ও ও ও বাবা
বাবা গো ও ও ও বাবা-১