‘সুরের আহবান-২০২৫’ সিজন-১ এর শিল্পী নাজিয়া নাবার কণ্ঠে দারুণ গান

🎵গান : রাত কি কেটে যাবে ঘুমে অলসে

✍️কথা : কবি গোলাম মোহাম্মদ

🔹সুর : মশিউর রহমান

🔸কন্ঠ : নাজিয়া নাবা

সম্পাদনা : শামছুল আলম বকুল

গ্রাফিক্স : হোসেন সারওয়ার

পরিচালনা সহকারী : শেখ নজরুল ও এ কে জিলানী

পরিচালনা : আব্দুল্লাহিল কাফি

এক্সিকিউটিভ প্রোডিউসার : আব্দুল্লাহ আল নোমান

প্রধান নির্বাহী : মাহবুব মুকুল

________________________________________

*** লিরিক্স ***

এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে?

তুমি কি জানবে না তোমার নিজেকে?

প্রভুকে...

তোমি কি কাঁদবেনা অস্রু ফেলে?

তোমি কি চাইবে না দুহাত মেলে?

তুমিকি জানবে না মাহাগ্রন্থ?

হৃদয় ঢেলে।.........

রুকু ও সিজদায় রবে না পরে

তুমি কি নেবে না মুক্তি ধরে

জান্নাত চির সুখ খোদার প্রিয়

অল্লাহর স্মরণে রাত্রি জাগো

সিজদায় নত হও অস্রু ছাড়ো

আল্লাহর স্বরনে হৃদয় গড়ো

প্রাণ ঢেলে সব ব্যথা বল প্রভুকে

বল প্রভুকে। ............