‘সুরের আহবান-২০২৫’ সিজন-১ এর শিল্পী আব্দুল্লাহ আল নোমানের কণ্ঠে মনোমুগ্ধকর একটি গান “যেমন তুমি দিলে জমিন”
🎵 গান : যেমন তুমি দিলে জমিন
✍কথা : মতিউর রহমান মল্লিক
🔹সুর : মশিউর রহমান
🔸কাভার : আব্দুল্লাহ আল নোমান
সম্পাদনা : শামছুল আলম বকুল
গ্রাফিক্স : হোসেন সারওয়ার
পরিচালনা সহকারী : শেখ নজরুল ও এ কে জিলানী
পরিচালনা : আব্দুল্লাহিল কাফি
এক্সিকিউটিভ প্রোডিউসার : আব্দুল্লাহ আল নোমান
প্রধান নির্বাহী : মাহবুব মুকুল
________________________________________
________________________________________
*** লিরিক্স ***
যেমন তুমি দিলে জমিন দিয়েছ আসমান
সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন
তোমার দয়া অফুরান ।।
তৃষ্ণা নিবারণে দিলে, স্বচ্ছ স্বাদু পানি
জঠর জ্বালা জুড়াতে আর ফল ও ফসল জানি
পথের দিশায় তেমনি দিলে, রাসূলে আকরাম ।।
তোমার দয়া অফুরান।
তুমি দিলে চোখের আরাম, শান্ত নদীর বাক
গাছ গাছালির শাখায় শাখায় পাখপাখালির ডাক
বৃষ্টি ঢেলে জীবন দিলে শুকনো মাটির বুকে
আদর সোহাগ দান করেছ, নানা রঙের দুঃখে
দান করেছ তেমনি তুমি জ্ঞান আরও বিজ্ঞান ।।