‘সুরের আহবান-২০২৫’ সিজন-১ এর ৩য় স্থান অর্জনকারী তাসবিহা আয়ান তানহার কণ্ঠে "অমায়িক ব্যবহার"

🎵গান : অমায়িক ব্যবহার

✍কথা : কবি জাকির আবু জাফর

🔹সুর : মশিউর রহমান

🔸কাভার : শিল্পী তাসবিহা আয়ান তানহা

সম্পাদনা : শামছুল আলম বকুল

গ্রাফিক্স : হোসেন সারওয়ার

পরিচালনা সহকারী : শেখ নজরুল ও এ কে জিলানী

পরিচালনা : আব্দুল্লাহিল কাফি

এক্সিকিউটিভ প্রোডিউসার : আব্দুল্লাহ আল নোমান

প্রধান নির্বাহী : মাহবুব মুকুল

________________________________________

***** লিরিক্স *****

অমায়িক ব্যবহার যার মুখে আছে,

পৃথিবীও ঋণী হয় ঠিক তার কাছে।

.

ব্যবহার জয় করে মানুষের মন

পরাজিত হয়ে যায় অস্র তখন।

বিনয়ের অফুরান শক্তি আছে

পৃথিবীও ঋণী হয় ঠিক তার কাছে।।

.

আচরণ ভালো যার, সেই তো ভালো

যার কাছে গেলে বাড়ে মনের আলো

যে মানুষ সৎ নিজে নিজের কাছে,

পৃথিবীও ঋণী হয় ঠিক তার কাছে.....।