‘সুরের আহবান-২০২৫’ সিজন-১ এর ১ম স্থান অর্জনকারী আহনাফ আদিল শাফীর কণ্ঠে ঐ চাঁদের আলো আজ লাগেনা ভালো
🎵গান : ঐ চাঁদের আলো আজ লাগেনা ভালো
🔹কথা ও সুর : মিজানুর রহমান রায়হান
🔸কাভার : শিল্পী আহনাফ আদিল শাফী
সম্পাদনা : শামছুল আলম বকুল
গ্রাফিক্স : হোসেন সারওয়ার
পরিচালনা সহকারী : শেখ নজরুল ও এ কে জিলানী
পরিচালনা : আব্দুল্লাহিল কাফি
এক্সিকিউটিভ প্রোডিউসার : আব্দুল্লাহ আল নোমান
প্রধান নির্বাহী : মাহবুব মুকুল
________________________________________
***** লিরিক্স *****
ঐ চাঁদের আলো আজ
লাগে না ভালো কেন জানি না
(খোদা) তুমি ছাড়া এই
সুন্দর পৃথিবী মানি না ॥
পৃথিবীর এত রূপ রঙ্গ
সেও তো হয়ে যাবে ভঙ্গ
তারই রূপে আর তারই মোহে
তাইতো আজ আর কাঁদি না ॥
নদীর কলতান পাখির কুহু গান
চির দিন সে নাহি রবে
সাধের জীবন মুছে দেবে মরণ
এ জীবনে কী হবে।
তোমার করুণা ছাড়া
জীবন আমার দিশেহারা
তোমার রহম আর তোমার করম ছাড়া
তাই তো আজ আর ভাবি না ॥