🎵গান : পৃথিবী আমার আসল ঠিকানা নয়
🔹কথা ও সুর: মতিউর রহমান মল্লিক
🔸কন্ঠ : আব্দুল্লাহ চৌধুরী তাহসিন
সম্পাদনা : শামছুল আলম বকুল
গ্রাফিক্স : হোসেন সারওয়ার
পরিচালনা সহকারী : শেখ নজরুল ও এ কে জিলানী
পরিচালনা : আব্দুল্লাহিল কাফি
এক্সিকিউটিভ প্রোডিউসার : আব্দুল্লাহ আল নোমান
প্রধান নির্বাহী : মাহবুব মুকুল
________________________________________
*** লিরিক্স ***
পৃথিবী আমার আসল ঠিকানা নয়
মরণ একদিন মুছে দিবে সকল রঙ্গিন পরিচয়
পৃথিবী আমার আসল ঠিকানা নয়
মিছে সব দ্বিধা আর দ্বন্দ্ব
মিছে গান- কবিতার ছন্দ
মিছে এই জীবনের রংধনু- সাতরং
মিছে এই জীবনের রংধনু- সাতরং
মিছে এই দু'দিনের অভিনয়
একদিন হিসেবের খাতা খুলে বন্ধু
তোমাকেই দাঁড়াতে হবে
সেইদিন প্রশ্নের কি দেবে জবাব হায়
বলোনা কি কথা কবে?
মিছে এই স্নেহ-প্রীতি বন্ধন
মিছে মায়া ভালোবাসা ক্রন্দন
মিছে এই নাটকের মঞ্চের খেলাঘর
মিছে এই নাটকের মঞ্চের খেলাঘর
মিছে এই জয় আর পরাজয়