‘সুরের আহবান-২০২৫’ সিজন-১ এর ৪র্থ স্থান অর্জনকারী সামিন ইয়াসার ইফাজের কণ্ঠে ”নামাজী তোর নামাজ হলো যে ভুল”
🎵গান : নামাজী তোর নামাজ হলো যে ভুল
✍🔹কথা ও সুর : কাজী নজরুল ইসলাম
🔸কাভার : শিল্পী সামিন ইয়াসার ইফাজ
সম্পাদনা : শামছুল আলম বকুল
গ্রাফিক্স : হোসেন সারওয়ার
পরিচালনা সহকারী : শেখ নজরুল ও এ কে জিলানী
পরিচালনা : আব্দুল্লাহিল কাফি
এক্সিকিউটিভ প্রোডিউসার : আব্দুল্লাহ আল নোমান
প্রধান নির্বাহী : মাহবুব মুকুল
________________________________________
**** লিরিক্স ****
নামাজী, তোর নামাজ হলো যে ভুল
মাসজিদে তুই রাখলি সিজদা,
ছাড়ি ঈমানের মূল।
জামাতে শামিল হয়ে নামাজের
আউড়ালি মুখে সুরা কোরানের
ভাবলি কি তুই পার হয়ে গেলি
পুলসিরাতের পুল।
আজি মিলন তীর্থে বাঁধ রে কাতার
মনের জায়নামাজে
সেই আরফাতে তোর নুয়ে দে দিল
নাফরমানির লাজে।
ওজু করে শেষে তওবার নীরে
তাহরিমা বাঁধ ভীরু নত শিরে
বন্দেগী তোর হবে রে মকবুল
কিয়ামতে পাবি কুল।