‘সুরের আহবান-২০২৫’ সিজন-১ এর ২য় স্থান অর্জনকারী শাহরিয়ার রহমানের কণ্ঠে তোমার নামে যদি গান গাওয়া হয়

🎵গান : তোমার নামে যদি গান গাওয়া হয়

🔹কথা ও সুর : মহিউদ্দিন তাহের

🔸কাভার : শিল্পী শাহরিয়ার রহমান

সম্পাদনা : শামছুল আলম বকুল

গ্রাফিক্স : হোসেন সারওয়ার

পরিচালনা সহকারী : শেখ নজরুল ও এ কে জিলানী

পরিচালনা : আব্দুল্লাহিল কাফি

এক্সিকিউটিভ প্রোডিউসার : আব্দুল্লাহ আল নোমান

প্রধান নির্বাহী : মাহবুব মুকুল

________________________________________

***** লিরিক্স *****

তোমার নামে যদি গান গাওয়া হয়

গান সুন্দর হয়

তোমার সৃষ্টি পানে যদি চাওয়া হয়

চোখ সুন্দর হয়

তোমার নূরের আভা চাঁদকে দিলে

চাঁদ জোছনা পেল

তোমার প্রেমের রং সূর্য নিয়ে

সে যে দীপ্ত হল

তোমার গন্ধ যদি ফুলে দেওয়া হয়

ফুল সুরভিত হয়

তোমার খুশিতে রংধনু ওঠে আকাশে

তোমারই ছন্দ গুঞ্জরি উঠে বাতাসে

তোমার পরশ পেয়ে গাছের পাতা

জানি সবুজ হলো

তোমার স্নিগ্ধ মায়া শিশির পেয়ে

সে যে শুভ্র হল

তোমার অমীয় বাণী হৃদয়ে আমার

সুর সংগীত হয়