‘সুরের আহবান-২০২৫’ সিজন-১ এর ১ম স্থান অর্জনকারী আব্দুল্লাহ আল মামুনের কণ্ঠে “এই দুটি চোখ দিয়েছো বলে“

🎵গান : এই দুটি চোখ দিয়েছো বলে

✍🔹কথা ও সুর : মতিউর রহমান মল্লিক

🔸কাভার : শিল্পী আব্দুল্লাহ আল মামুন

সম্পাদনা : শামছুল আলম বকুল

গ্রাফিক্স : হোসেন সারওয়ার

পরিচালনা সহকারী : শেখ নজরুল ও এ কে জিলানী

পরিচালনা : আব্দুল্লাহিল কাফি

এক্সিকিউটিভ প্রোডিউসার : আব্দুল্লাহ আল নোমান

প্রধান নির্বাহী : মাহবুব মুকুল

________________________________________

***** লিরিক্স *****

এই দুটি চোখ দিয়েছো বলে

দেখি যে কতই অপরূপ

নয়নাভিরাম ক্ষেত খামারে

জুড়াই জ্বালা বিধুর ধূপ ॥

ঐ নিসর্গের বাঁকে বাঁকে

মন যে আমার পড়েই থাকে

তোমার কারুকাজের মেলায়

আনন্দে মোর ভরে যে বুক ॥

তোমার দেয়া চোখের শোকর

জানাবো তার ভাষা কই

যতই ভাবি ততই যেন

পলকহারা চেয়ে রই।

তোমার সৃষ্টি ওগো রহীম

দিগ-দিগন্তে অশেষ অসীম

ফুল ফসলের অতুল শোভায়

বাকহারা হই রই যে চুপ ॥