🎵গান : যদি সাগরের জলকে কালি করি

🔹কথা : রেজাউল করিম

🔹সুর : বাহলুল করিম

🔸কাভার : শিল্পী তাহমিদুল ইসলাম

সম্পাদনা : শামছুল আলম বকুল

গ্রাফিক্স : হোসেন সারওয়ার

পরিচালনা সহকারী : শেখ নজরুল ও এ কে জিলানী

পরিচালনা : আব্দুল্লাহিল কাফি

এক্সিকিউটিভ প্রোডিউসার : আব্দুল্লাহ আল নোমান

প্রধান নির্বাহী : মাহবুব মুকুল

________________________________________

***** লিরিক্স *****

যদি সাগরের জলকে কালি করি

আর গাছের পাতাকে করি খাতা

আর একে একে লিখে যাই মহিমা তোমার

তবু রইবে না একটিও পাতা।।

তুমি মাঠ ভরে দিলে ফসলের সম্ভার

সঘন বরষা দিলে রৌদ্রের উপাহার

ভালবেসে দিলে প্রেম প্রীতি মায়া মমতা।।

যেমন দিয়েছ আলো তেমনি বাতাস

অন্তরে দিলে জ্ঞান আকাশ আকাশ

তুমি শেষ নবী দিলে আমাদের জন্য

যেন পথ ভুলে না হয় পাপীদের মাঝে গন্য

ভালবেসে দিলৈ পাক কোরানের বারতা।।