জনপ্রিয় গান

🎵গান : কেমন করে ঘুমাও ফজর করে কাজা

✍কথা : জহির বিন বাশার

🔹সুর : রোকনুজ্জামান

🔸কন্ঠ : গোলাম কিবরিয়া

সম্পাদনা : শামছুল আলম বকুল

গ্রাফিক্স : হোসেন সারওয়ার

পরিচালনা সহকারী : শেখ নজরুল ও এ কে জিলানী

পরিচালনা : আব্দুল্লাহিল কাফি

এক্সিকিউটিভ প্রোডিউসার : আব্দুল্লাহ আল নোমান

প্রধান নির্বাহী : মাহবুব মুকুল

________________________________________

**** লিরিক্স ****

কেমন করে ঘুমাও তুমি

ফজর করে কাযা

এমনও তো হতে পারে

যোহরে জানাযা।

তোমার যোহরে জানাযা

মুসলিম হয়না জন্ম নিলেই

মুসলমানের ঘরে

কাফের মুমিন তফাৎটা হয়

সলাতের উপরে,ওরে সলাতের উপরে

জীবন গেলেও সলাত কভু

জীবন গেলেও সলাত কভু

হয়না যেনো কাযা।

বেনামাজির লাশ কবরে

রাখিবে যখন

মাটির চাপে পাঁজরের হাড়

ভাংবেরে তখন,ওরে ভাংবেরে তখন

বিষাক্ত ওই সাপের ছোবল

বিষাক্ত ওই সাপের ছোবল

বেনামাজির সাজা।

বেনামাজি পাবেনা হায়

নবীর শাফায়াত

দোযখ হবে শেষ ঠিকানা

আঘাত আর আঘাত,হায়রে আঘাত আর আঘাত

হাশর,মিজান,পুলসিরাতে

হাশর,মিজান,পুলসিরাতে

নেইতো কোন জাজা।