‘সুরের আহবান-২০২৫’ সিজন-১ এর শিল্পী জোনাইদ আহমেদ জাকারিয়ার কণ্ঠে মনোমুগ্ধকর একটি গনি “খুব সকালে তোমার কাছে”

🎵 গান : খুব সকালে তোমার কাছে

🔹কথা ও সুর : মাসুদ রানা

🔸কাভার : জোনাইদ আহমেদ জাকারিয়া

সম্পাদনা : শামছুল আলম বকুল

গ্রাফিক্স : হোসেন সারওয়ার

পরিচালনা সহকারী : শেখ নজরুল ও এ কে জিলানী

পরিচালনা : আব্দুল্লাহিল কাফি

এক্সিকিউটিভ প্রোডিউসার : আব্দুল্লাহ আল নোমান

প্রধান নির্বাহী : মাহবুব মুকুল

________________________________________

________________________________________

*** লিরিক্স ***

খুব সকালে তোমার কাছে

তোমার কাছে করি প্রার্থনা

ওগো দয়াময়

তোমার প্রতি ভালোবাসা যেন

আরো তীব্র হয় ॥

নদী যেমন সাগর প্রেমে

খায় যে হাবুডুবু

তেমনি তোমার প্রতি আমার

প্রেমটা বাড়াও প্রভূ

আমার সকল আঁধার করো

আলোয় দীপ্তময় ॥

আমার সকল যন্ত্রনা তুমি

ধুয়ে মুছে কর সাফ

অশান্ত মন শান্ত বানাও

দাও করে দাও মাফ

রহম স্রোতে ভাসাও ও দাও

পুষ্পিত হৃদয় ॥