🎵 গান : তবু তোমার করুণা সারা নিশি দিন
🔹কথা : আবু জাফর
🔹সুর : ইমাম জাফর নোমানী
🔸কাভার : শিল্পী আব্দুল আজিজ
সম্পাদনা : শামছুল আলম বকুল
গ্রাফিক্স : হোসেন সারওয়ার
পরিচালনা সহকারী : শেখ নজরুল ও এ কে জিলানী
পরিচালনা : আব্দুল্লাহিল কাফি
এক্সিকিউটিভ প্রোডিউসার : আব্দুল্লাহ আল নোমান
প্রধান নির্বাহী : মাহবুব মুকুল
________________________________________
**** লিরিক্স ****
তবু তোমার করুণা সারা নিশিদিন
শিয়রে আমার জেগে আছে
একাকী নিঃস্ব জীবনে আমার
বড় নিঃসঙ্গতা ঘিরে আছে ॥
কত পাপ কত অপরাধ মম অন্তরে
নিজ হাতে আমি গোপনে যতনে
সাজায়ে রেখেছি থরে থরে
তবু যে তোমার মমতার আলো
এতটুকু নেভে নাই
সেই আলো আমার চারিদিকে দেখি
আশিশ ঝরায়ে জেগে আছে ॥
তোমার ভয়কে
কখনো করিনি ভয় যে
আপন খেয়ালে জড়ায়ে নিয়েছি
আপনারই পরাজয় যে
অধমেরে তবু যাওনিকো ছেড়ে
এতটুকু ভোলো নাই
এ জীবন জুড়ে তোমার মহিমা
বরাভয় হয়ে জেগে আছে ॥