‘সুরের আহবান-২০২৫’ সিজন-১ এর সবচেয়ে ছোট্ট বন্ধুর কণ্ঠে দারুণ একটি গান

🎵গান : নীল আসমান সবুজ পৃথিবী

🔹কথা : খাদিজা আক্তার রেজায়ী

🔹সুর : মনিরুজ্জামান মনির

🔸কন্ঠ : নাজিফা নাওয়া

সম্পাদনা : শামছুল আলম বকুল

গ্রাফিক্স : হোসেন সারওয়ার

পরিচালনা সহকারী : শেখ নজরুল ও এ কে জিলানী

পরিচালনা : আব্দুল্লাহিল কাফি

এক্সিকিউটিভ প্রোডিউসার : আব্দুল্লাহ আল নোমান

প্রধান নির্বাহী : মাহবুব মুকুল

________________________________________

*** লিরিক্স ***

নীল আসমান সবুজ পৃথিবী

যাহার সৃষ্টি সব

সকল তারিফ তোমারই জন্য

তুমি আমার রব

সৃজন করেছো চন্দ্র-সূর্য

তোমারই তো এ নিখিল

আন্তা রব্বী আন্তা হাসবী

আন্তা লী নে'মাল ওয়াকীল।।

তুমিতো দিয়েছো কতো নেয়ামত

করিনা শোকর তার

তোমারই দেয়া সে জীবন বিধান

ভেঙ্গে চলি বারেবার

তবুও তোমার ক্ষমার আশায়

দোয়ায় হই শামিল

আন্তা রব্বী আন্তা হাসবী

আন্তা লী নে'মাল ওয়াকীল।।

ডুবে আছি যতো পাপাচারে আর

লোভ লালসার ভীড়ে

ভুলে গেছি সব নিষেধের বাণী

কি করে আসবো ফিরে

ওমর খালিদ হামযার দলে

এ নাম করো শামিল

আন্তা রব্বী আন্তা হাসবী

আন্তা লী নে'মাল ওয়াকীল।।

বিতাড়িত সেই ইবলিস আমায়

দেয়না সফল হতে

ওয়াসওয়াসা দিয়ে লালসায় ফেলে

টেনে নেয় ভুল পথে

আমার হৃদয়ে তার ছায়া যেন

পড়েনাকো এক তিল

আন্তা রব্বী আন্তা হাসবী

আন্তা লী নে'মাল ওয়াকীল।।