‘সুরের আহবান-২০২৫’ সিজন-১ এর ৩য় স্থান অর্জনকারী তাসবিহা আয়ান তানহার কণ্ঠে আমি জায়গা কিনবো কিনবো করে

🎵গান : আমি জায়গা কিনবো কিনবো করে

🔹কথা ও সুর : আহমেদ ইমতিয়াজ বুলবুল

🔸কাভার : শিল্পী তাসবিহা আয়ান তানহা

সম্পাদনা : শামছুল আলম বকুল

গ্রাফিক্স : হোসেন সারওয়ার

পরিচালনা সহকারী : শেখ নজরুল ও এ কে জিলানী

পরিচালনা : আব্দুল্লাহিল কাফি

এক্সিকিউটিভ প্রোডিউসার : আব্দুল্লাহ আল নোমান

প্রধান নির্বাহী : মাহবুব মুকুল

________________________________________

***** লিরিক্স *****

আমি জায়গা কিনবো কিনবো করে

পেয়ে গেলাম জায়গা শুদ্ধ বাড়ী,

সে বাড়ীতে ঢোকার পরে,

সবার সাথে হয়ে গেলাম আড়ি ।।

দরজা নাই জানালা নাই

নাইরে আলো বাতাস

মাটির তলে মাটির বাড়ি

নাম্বার একশত সাতাশ

শোন বাড়ির পাশে রাস্তা চিকন

আসিস না কেউ চড়ে রিকসা গাড়ি ।।

নিমন্ত্রন্ন করব তোদের

কেমনে সখা সই রে

এত ছোট্ট বাড়ি আমার

জাইগা দেব কইরে

এই মাটির বাড়ি হবে অঙ্গ

হবে সাদা পিন্দনেরই শাড়ি ।।