ঈদের হৃদয়স্পর্শি নাশীদ ফিল্ম
গান: সব শিশুদের ঈদ
শিল্পী: মাহির মাহমুদ
কথা ও সুর: শফিক আদনান
রেকর্ডিং : ডিভাইন স্টুডিও
সাউন্ড ডিজাইন: অণু মোস্তাফিজ
এডিট এন্ড কালার: শামছুল আলম বকুল
পরিচালনা: শেখ নজরুল
প্রধান নির্বাহী: মাহবুব মুকুল
_______________________________________
লিরিক
নতুন জামা ফিরনি পায়েস
কোরমা পোলাও আছে অশেষ
মনেতে নেই স্বস্তি
আমরা থাকি উঁচুতলায়
যখন যা চাই তখন তা পাই
পাশেই ছোট্ট বস্তি
ঈদ যদি হয় আনন্দ খুশিরও সংবাদ
সে আনন্দ থেকে কেন সেই শিশুরা বাদ
তাদের সঙ্গে হেসে হেসে
দিন কাটাবো ভালোবেসে
ধনী-গরীব সব শিশুরা করবো মোলাকাত
ঈদের আনন্দ বিলাবো ধরে সবার হাত
বস্তির ওই শিশুর মুখে দেখে হাসির রেখা
বড় এবং উদার হবার মন্ত্র হবে শেখা
আমার বাবার কাছে যেমন আমার আছে মূল্য
সব বাবারই কাছে তাদের সন্তান সমতুল্য
গরীব ধনীর এই ভেদাভেদ ভেঙে দেব প্রেম অভেদ
আনবো রাঙ্গা প্রভাত
ঈদের আনন্দ বিলাবো ধরে সবার হাত
একটি মাসের অনাহারে আসে ঈদের খুশি
অনাহার-অর্ধাহারে ওরাই থাকে বেশি
রোজা রেখে আমরা যদি ঈদের আনন্দ পাই
সারা জীবন উপোস থেকে কেন ওদের খুশি নাই
আমরা শিশু ফুলের মত ব্যথা কষ্ট মনের ক্ষত
একই রকম আঘাত
ঈদের আনন্দ বিলাবো ধরে সবার হাত