গান: খুশির জোয়ার
শিল্পী: জাইমা, তাসনিয়া, রাফা, সাইফা, মাহা ও নাবিহা
কথা ও সুর : তাফাজ্জল হোসাইন খান
সাউন্ড ডিজাইন: জুলকার নাইন
এডিট এন্ড কালার: শামছুল আলম বকুল
পরিচালনা: শেখ নজরুল
প্রধান নির্বাহী: মাহবুব মুকুল
________________________________________
রোজার শেষে ঈদ এসেছে
খুশির জোয়ার অন্তরে
আকাশ হতে রহম ঝরে
আবার সবার ঘরে ঘরে ।
মহামিলনের দিন এসেছে
দল বেধে চল ঈদগাহে
দে বিলিয়ে অসহায়ে
যত পারিস তার রাহে
ফুটবে হাসি মুখে মুখে
দেখে নিস তা নয়ন ভরে ।
আজ মিলনের শুভ ক্ষনে
দূর করে সব অন্ধকার
ভাইয়ে ভাইয়ে আলিঙ্গনে
হবো আমরা একাকার
দিকে দিকে হানাহানি
কান্না শুনি বাতাসে
মাজলুমানের আহাজারি
নেই বুঝি কেউ তার পাশে
আমনিশার রাত পোহাবে
হাসবে ধরা নতুন ভরে